কক্সবাজার প্রতিনিধি
মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ি গহিন জঙ্গলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয় ২ হাজার ৫০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ, রামদা, ছুরি, চাকু ও কিরিচ।
বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষে রঙ্গীখালী এলাকায় সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য জানান। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত তিন মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মতো ঘটনা টেকনাফ ও উখিয়া উপজেলায় সংঘটিত হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে র্যাবের অধিনায়ক বলেন, উপজেলা দুটিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদের উখিয়ার জালিয়াপালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়াপাড়ার গহিন অরণ্যে জিন্মি রাখে। এসব এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাত চক্র তাদের নিরাপদ আশ্রয় মনে করে। ফলে ওই এলাকার সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে র্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর, কটেজ ও অপহরণকারীদের আস্তানা ধ্বংস করা হয়।
অপহরণকারী ও সন্ত্রাসীদের কঠোর বার্তা দেওয়াই অভিযানের উদ্দেশ্য বলে জানান র্যাবের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসী ও ডাকাতেরা যাতে আর আস্তানা করতে না পারে সে জন্য নিয়মিত অভিযান চালানো হবে। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ি গহিন জঙ্গলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয় ২ হাজার ৫০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ, রামদা, ছুরি, চাকু ও কিরিচ।
বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষে রঙ্গীখালী এলাকায় সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য জানান। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত তিন মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মতো ঘটনা টেকনাফ ও উখিয়া উপজেলায় সংঘটিত হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে র্যাবের অধিনায়ক বলেন, উপজেলা দুটিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদের উখিয়ার জালিয়াপালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়াপাড়ার গহিন অরণ্যে জিন্মি রাখে। এসব এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাত চক্র তাদের নিরাপদ আশ্রয় মনে করে। ফলে ওই এলাকার সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে র্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর, কটেজ ও অপহরণকারীদের আস্তানা ধ্বংস করা হয়।
অপহরণকারী ও সন্ত্রাসীদের কঠোর বার্তা দেওয়াই অভিযানের উদ্দেশ্য বলে জানান র্যাবের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসী ও ডাকাতেরা যাতে আর আস্তানা করতে না পারে সে জন্য নিয়মিত অভিযান চালানো হবে। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক নিখোঁজ শিশুর লাশ প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, লাশ উদ্ধারের পরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন...
১৬ মিনিট আগেঅবরোধকারীরা বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণ ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।
২২ মিনিট আগেসীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ রোববার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের নামফলক মুছে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লিখে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। পরিবর্তিত নামফলকের ছবি তোলায় দুই ছাত্রীকে বাবা-মা ডাকার হুমকির অভিযোগ উঠেছে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আক্তারের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে