Ajker Patrika

টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯: ৫৬
টেকনাফে রোহিঙ্গা কিশোরের কবজি কেটে ফেরত দিল অপহরণকারীরা 

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃত পাঁচজন রোহিঙ্গার মধ্যে একজনের হাতের কবজি কেটে ফেরত পাঠিয়েছে অপহরণকারীরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে টেকনাফ আলীখালী ডি/২০ ব্লকের পাহাড়ি ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে মুক্তিপণের টাকা না দিলে অপহৃত আরও চারজনের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন রোহিঙ্গারা। 

কবজি কাটা ওই কিশোরের নাম জাহাঙ্গীর আলম (১৬)। সে আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ব্লক ডি/২১ ব্লকের সামসু আলমের ছেলে। আজ রোববার আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপহৃত বাকি চারজন হলেন ব্লক ডি/২০-এর মো. রফিকের ছেলে মোহাম্মদ সোলতান (২৪), একই ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ ছৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮), ব্লক ডি/২২-এর বাসিন্দা নুর হোছাইনের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩২)।

এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ আলীখালী ক্যাম্পের মাঝি নুরুল আমিন। ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, গত শুক্রবার রাতে ২৫ নম্বর ক্যাম্প থেকে ১২ থেকে ১৫ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী দল পাঁচজন রোহিঙ্গাকে অপহরণ করে। গতকাল রাত ৯টার দিকে কিশোর জাহাঙ্গীরের পরিবার জানতে পারে তাকে আলীখালী ক্যাম্প এলাকায় বাঁ হাতের কবজি কেটে ফেলে রাখা হয়েছে। 

স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন (আইআরসি) হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় বলেও জানান ক্যাম্প মাঝি নুরুল আমিন। 

নুরুল আমিন আরও বলেন, পাঁচজন রোহিঙ্গাকে অপহরণের পর তাদের পরিবারের কাছ থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহৃত বাকি চারজন এখনো অপহরণকারীদের জিম্মায়। 

‘মুক্তিপণ না দিলে জাহাঙ্গীরের চেয়ে ভয়ংকর পরিণত হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করি।’ যোগ করেন ক্যাম্পের প্রধান মাঝি নুরুল আমিন। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন মজুমদার বলেন, অপহৃতরা সবাই ক্যাম্পের বাসিন্দা। এখন পর্যন্ত অপহৃতের পরিবার থেকে অভিযোগ করেনি। এ ছাড়া খবর পেয়ে পাহাড়ে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় ও রোহিঙ্গাদের অনেকের ধারণা অপহরণকারীরাও রোহিঙ্গা। 

গত সপ্তাহে অপহৃত তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনার জট না খুলতেই ফের পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করে একজনের কবজি কেটেছে অপহরণকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফ্যানের সঙ্গে বাঁধা গামছায় গলায় ফাঁস, বিছানায় হাঁটু গাড়া—উত্তরায় তরুণের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২১: ০৯
আরমান আহমেদ সাফিন (২৫)। ছবি: সংগৃহীত
আরমান আহমেদ সাফিন (২৫)। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে আরমান আহমেদ সাফিন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখান গোয়ালটেকের মোতালেব মার্কেটের আমানুল্লাহর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাফিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গরবশোরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে। বর্তমানে গোয়ালটেকের ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি দক্ষিণখান জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ছিলেন বলে দাবি করেছেন অনেকেই।

সরেজমিনে দেখা যায়, শয়নকক্ষের খাটের ওপর ফ্যানের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলছে। বিছানার ওপর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বেডের সঙ্গে লাগানো। মাথা ওপরের দিকে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আরমান আত্মহত্যা করেছেন। তবে জুলাই যোদ্ধা বলে পরিচয় দেওয়া একদল যুবকের অভিযোগ, তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে নুর মোহাম্মদ নামের এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘আরমান নিজে উত্তরার একজন জুলাইয়ের আহত যোদ্ধা। জুলাই আহতদের যে সংগঠন, সেটার আহ্বায়ক ছিলেন। উত্তরায় আমাদের মোস্ট অব দ্য কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন।’

নুর মোহাম্মদ আরও লেখেন, ‘একটু আগে ছবিটি দেখে নিস্তব্ধ হয়ে গেছি। বাট ছবি দেখে মনে হচ্ছে, এটা কোনো নরমাল সুইসাইডাল কেস নয়। দেখে মনে হচ্ছে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় সুইসাইড কীভাবে হয়? তার পায়ের পাতায়ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। এভাবে একজন জুলাইয়ের আহত যোদ্ধার জীবন চলে গেল? আমরা রয়েছি ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা নিয়ে!’

কানেক্টিং গাজীস-এর কমান্ডার জনি আকন্দ বলেন, ‘আরমান ভাইয়ের মৃত্যু অস্বাভাবিক। এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। নাটক চলবে না।’ স্থানীয় পারভেজ আহমেদ বলেন, ‘অনেক আন্দোলন বা প্রোগ্রামের জন্য বিতর্কিত হয়েছিল আরমান। আমার মনে হয় না, সে আত্মহত্যা করেছে। সঠিক তদন্তের জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমা বলেন, একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে ঘটনাস্থলে যাওয়া দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সেলিম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জার সঙ্গে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান জোনের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার (এসি) নাসিম এ-গুলশান আজকের পত্রিকাকে বলেন, 'ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া নিহত আরমান একজন জুলাই যোদ্ধা ছিলেন। আমরা শুনতে পাচ্ছি সে দক্ষিণখান জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক। তবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিলেটে ‘অটোরিকশা আন্দোলন’: এবার বাসদের কার্যালয় থেকে ২২ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেটে আজ সকালে বাসদের কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের পুলিশ ভ্যানে করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেটে আজ সকালে বাসদের কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের পুলিশ ভ্যানে করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেটের কার্যালয় থেকে ২২ নেতা-কর্মীকে আটক করেছে মহানগর পুলিশ (এসএমপি)। আজ শনিবার সকালে নগরের আম্বরখানা এলাকায় দলটির কার্যালয় থেকে তাঁদের আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।

এর আগে একই ঘটনায় গতকাল শুক্রবার মধ্যরাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করে পুলিশ।

বাসদ নেতারা বলছেন, পাঠচক্র চলাকালে দলের কার্যালয় ঘেরাও করে ২২ নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

আজ সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা নগরে কর্মসূচি করতে চেয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। পরে আগামীকাল রোববার তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ভুখা মিছিল কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু রাতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা সব শ্রমিককে বিষয়টি অবহিত করতে পারিনি। তাই আজ সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন জড়ো হন।’

তবে নিজেদের কার্যালয়ে তাঁদের কেউ ছিলেন না দাবি করে জাফর বলেন, ‘কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে হঠাৎ অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করে ২২ নেতা-কর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ।’

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে সিপিবির সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওই দিন অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জনিয়ে আগামীকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন চালকেরা। ওই আলটিমেটাম শেষ হওয়ার এক দিন আগে সিপিবির সুমন ও বাসদের ২২ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

এদিকে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসএমপির কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় অটোরিকশার চালকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি’

গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর পর থেকে নগরে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
ঘটনাস্থলে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে শাহাদাত হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরোনো বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই আলী হাসানকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে আলী হাসান ও শাহাদাত হোসেনের সম্পর্ক ভালো ছিল না। আজ দুপুরে দুই ভাইয়ের সন্তানদের বিবাদ ঘিরে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে আলী হাসান শাহাদাত হোসেনের গলা টিপে ধরেন। এতে শ্বাস বন্ধ হয়ে মারা যান শাহাদাত। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হলে বিষ খাওয়াই ভালো: হাসনাত আবদুল্লাহ

পটুয়াখালী প্রতিনিধি
হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে
হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘চুপ্পুর কাছ থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, এর চাইতে আমাদের সবাইকে বিষ খেয়ে মরে যাওয়াই ভালো।’

শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিপ্লবের সার্টিফিকেট যদি নিতে হয় চুপ্পুর কাছ থেকে, তাহলে সেটা মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া। আসলে ওনারা বড়টার কাছ থেকে নিতে চায়, কিন্তু বলতে পারে না। একজন আহতকেও যদি বলেন চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে—তাকে রাজি করাতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বলে আমরা জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি—তার মানে আমরা ঠিক পথেই আছি। একসময় ডানপন্থীরা আমাদের বামপন্থী বলত, আবার বামপন্থীরা বলত আমরা ডানপন্থী। এর মানে আমরা মধ্যপন্থায় আছি। আমরা বিএনপি নই, জামায়াতও নই।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে যাইনি। জোটে কাকে নেব তা আমরা ঠিক করব—যারা সংস্কার, ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশন রিফর্মেশনের পক্ষে থাকবে, তারাই আমাদের সঙ্গে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা, আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব।’

‘জুলাই সার্টিফিকেট’ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে তো জুলাই সনদে সিগনেচার করছেন। আগে আমরা বলেছিলাম, আগে দেখাতে হবে—তারপর আমরা সই করব কি না ঠিক করব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল, এখন তারাই আমাদের পথে আসছে। জরিনার কথা বলে সকিনার সিগনেচার দেয়—এভাবে হবে না।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত।

সভার সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এ ছাড়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত