কক্সবাজার প্রতিনিধি
১২ ঘণ্টা ব্যবধানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শফিকুর রহমান ওরফে শুক্কুর (২২) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পালংখালী জামতলি আশ্রয়শিবিরের জি/ ৪ ব্লকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জড়িতদের গ্রেপ্তারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত যুবক পালংখালী জামতলি ১৫ নম্বর আশ্রয়শিবিরের ফয়জুল করিমের ছেলে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১১ ব্লকে সন্ত্রাসীদের গুলিতে কবির আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। আহত হয়েছেন আরেকজন। এ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে আশ্রয়শিবিরের সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হলেন।
স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসওর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শুক্কুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন পুলিশ অভিযান শুরু করেছে।’
আরও পড়ুন:
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ২
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিবিরের স্বেচ্ছাসেবক নিহত
কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
উখিয়ায় মুখোশধারীদের গুলিতে রোহিঙ্গা যুবক খুন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারীদের গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ
রোহিঙ্গা শিবিরে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা
১২ ঘণ্টা ব্যবধানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শফিকুর রহমান ওরফে শুক্কুর (২২) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পালংখালী জামতলি আশ্রয়শিবিরের জি/ ৪ ব্লকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জড়িতদের গ্রেপ্তারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত যুবক পালংখালী জামতলি ১৫ নম্বর আশ্রয়শিবিরের ফয়জুল করিমের ছেলে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১১ ব্লকে সন্ত্রাসীদের গুলিতে কবির আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। আহত হয়েছেন আরেকজন। এ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে আশ্রয়শিবিরের সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হলেন।
স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসওর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শুক্কুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন পুলিশ অভিযান শুরু করেছে।’
আরও পড়ুন:
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ২
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিবিরের স্বেচ্ছাসেবক নিহত
কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
উখিয়ায় মুখোশধারীদের গুলিতে রোহিঙ্গা যুবক খুন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারীদের গুলিতে হেড মাঝি গুলিবিদ্ধ
রোহিঙ্গা শিবিরে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যা
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (৪০) ও তাঁর ভাই রানা (৩৫)।
১৫ মিনিট আগেনেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। আজ বুধবার জেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।
২২ মিনিট আগেখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে