Ajker Patrika

৫ দিন পর ফিরে এসে ‘নিখোঁজ’ বিসিএস ক্যাডার বললেন, সাগরে ভেসে গিয়েছিলাম

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ৪০
৫ দিন পর ফিরে এসে ‘নিখোঁজ’ বিসিএস ক্যাডার বললেন, সাগরে ভেসে গিয়েছিলাম

প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ সেই বিসিএস ক্যাডার নারী পর্যটক মাহমুদা আক্তার হ্যাপীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাঁকে জীবিত উদ্ধার করে টেকনাফ থানা-পুলিশ। মাহমুদা আক্তার হ্যাপী ৪১তম বিসিএস ক্যাডার। তাঁকে বন বিভাগে পদায়ন করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ওই পর্যটককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে হ্যাপী পুলিশকে জানান, সেন্ট মার্টিন সৈকতে গোসল করতে নেমে তিনি ভেসে যান। পরে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় ট্রলারের মাঝিমাল্লারা তাঁকে উদ্ধার করেন। সেখান থেকে কক্সবাজার শহরে ফেরেন তিনি। তাঁকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি দল সেন্ট মার্টিনে বেড়াতে যায়। সেই দলে হ্যাপীও ছিলেন। তাঁরা সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে ওঠেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ৪ ফেব্রুয়ারি সকালে হ্যাপী বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হন। বিকেল পর্যন্তও তিনি ফিরে না আসায় তাঁর সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগ করলে, বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তাঁর মোবাইলে আর সংযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ