Ajker Patrika

সাবেক ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি

কক্সবাজার প্রতিনিধি
সাবেক ওসি প্রদীপ। ফাইল ছবি
সাবেক ওসি প্রদীপ। ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসি কার্যকর ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে মিছিল বের করে টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে টেকনাফ থানার সামনে প্রেসক্লাবে গিয়ে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধন শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল, জুবায়ের আজিজ প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। অথচ মাদকের পৃষ্ঠপোষকেরা রেহাই পেয়েছে। স্বজনহারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।

২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। আলোচিত এই হত্যাকাণ্ডে ২০২২ সালে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘর আলো করেছে ৫ নবজাতক, চোখে অন্ধকার দেখছেন মুদিদোকানি সোহেল

বেতন–ভাতা বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার না করলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

আজকের রাশিফল: ভুল ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে বিপত্তি বাধাবেন না

ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে সন্ধ্যার পর

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

এলাকার খবর
Loading...