Ajker Patrika

উখিয়ায় আশ্রয়শিবিরে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ২৩: ০৫
উখিয়ায় আশ্রয়শিবিরে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে ঘর থেকে তুলে নিয়ে দুষ্কৃতকারীরা করিম উল্লাহ (৩৭ ) নামে এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর ক্যাম্পের এম-২৭ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত করিম উল্লাহ একই ক্যাম্পের এম-২৭ ব্লকের গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের মাঝি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত একদল দুষ্কৃতকারী। পরে তাকে গলা কেটে হত্যা করে।’ 

এ সময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্‌ঘাটনে কাজ করছে।  

ওসি শামীম হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত