নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভারত ও মিয়ানমার থেকে ৩৬ হাজার টন চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। গতকাল মঙ্গলবার ভারত থেকে ১৪ হাজার টন ও মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এ দুটি জাহাজ বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছায়।
এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি আজ (বুধবার) চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। সন্ধ্যা ৭টার দিকে চাল খালাস শুরু হবে।
ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে আসা জাহাজটি কাস্টমসের কার্যক্রম শেষে চাল খালাসের জন্য বন্দর জেটিতে ভিড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি চাল আমদানির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আকবর।
খাদ্য বিভাগ সূত্র জানায়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিন ভিক্টরি এবং খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা আজকের পত্রিকাকে বলেন, সরকার জি টু জি ও খোলা দরপত্রের মাধ্যমে যে পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেশে আসছে।
মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। আজ চালের নমুনা সংগ্রহ শেষে চাল খালাস শুরু হবে।
ভারত ও মিয়ানমার থেকে ৩৬ হাজার টন চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। গতকাল মঙ্গলবার ভারত থেকে ১৪ হাজার টন ও মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এ দুটি জাহাজ বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছায়।
এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি আজ (বুধবার) চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। সন্ধ্যা ৭টার দিকে চাল খালাস শুরু হবে।
ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে আসা জাহাজটি কাস্টমসের কার্যক্রম শেষে চাল খালাসের জন্য বন্দর জেটিতে ভিড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি চাল আমদানির স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আকবর।
খাদ্য বিভাগ সূত্র জানায়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিন ভিক্টরি এবং খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা আজকের পত্রিকাকে বলেন, সরকার জি টু জি ও খোলা দরপত্রের মাধ্যমে যে পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেশে আসছে।
মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর জেটিতে বার্থিং (ভিড়েছে) পেয়েছে। আজ চালের নমুনা সংগ্রহ শেষে চাল খালাস শুরু হবে।
চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর এলাকায় দুদিন ধরে পানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। লক্ষাধিক লোকের বসবাস ওই এলাকায়।
৭ মিনিট আগেচিকিৎসকের ওপর হামলা ও কর্মস্থলে নিরাপত্তাহীনতার অভিযোগে আজ রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে চিকিৎসাসেবা নিতে আসা হাসপাতালে রোগীরা দুর্ভোগে পড়েছে।
১০ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু খালে স্থানীয় এক জেলের জালে একটি বিদেশি এসএলআর অস্ত্র ও ১৩টি গুলি উঠে এসেছে। পরে সেগুলো ৩৪ বিজিবির সদস্যদের কাছে জমা দেওয়া হয়েছে। রোববার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সীমান্তের ৩১ নম্বর পিলারের পূর্বদিকে শূন্যরেখায় প্রবাহিত খালে মাছ ধরতে গিয়ে এ ঘটনা
১৬ মিনিট আগেআজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাঈল হোসেন বাবুর (২৬) মৃত্যু হয়।
২৭ মিনিট আগে