Ajker Patrika

চাঁদপুরে জেলা আ.লীগ নেতা তাফাজ্জল গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
তাফাজ্জল হোসেন। ছবি: সংগৃহীত
তাফাজ্জল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার শহরের ট্রাকঘাট এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তার তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত। তবে গত ৫ আগস্টের পর জেলা সদরে যে কটি মামলা হয়েছে, কোনো মামলার এজহারভুক্ত আসামি নয় তাফাজ্জল হোসেন, এই তথ্য জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, চলমান (ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত