Ajker Patrika

দলীয় প্রার্থী না দিলে আওয়ামী লীগ থেকে গণপদত্যাগের হুমকি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯: ৫০
দলীয় প্রার্থী না দিলে আওয়ামী লীগ থেকে গণপদত্যাগের হুমকি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দিলে দল থেকে গণপদত্যাগের হুমকি দিয়েছেন শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি কামাল উদ্দিন। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। 
 
হাজি কামাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কারণ আমাদের আসনটি (ফেনী-১) জাসদকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা আওয়ামী লীগের দলীয় প্রার্থী চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দিলে আমরা দল থেকে গণপদত্যাগ করব।’ 

সেই সঙ্গে অন্য বক্তারাও এখানে দলীয় প্রার্থী দেওয়ার দাবি জানান। শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। 

বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম মোস্তফা, পাঠাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব প্রমুখ। সেই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত