Ajker Patrika

কুবি প্রেসক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ

কুবি প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৫: ৫৭
ইমতিয়াজ হাসান রিফাত ও সাধারণ জাভেদ রায়হান। ছবি: সংগৃহীত
ইমতিয়াজ হাসান রিফাত ও সাধারণ জাভেদ রায়হান। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাভেদ রায়হান।

আজ বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এমদাদুল হক (রাইজিং বিডি), যুগ্ম সাধারণ সম্পাদক অনন মজুমদার (দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক তামিম মিয়া (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক আতিকুর রহমান তনয় (দৈনিক আজকের পত্রিকা), তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফাতেমা রহিম রিন্স (দৈনিক স্বদেশ বিচিত্রা) কার্যনির্বাহী সদস্য, মারিয়াম আক্তার শিল্পী (দৈনিক বর্তমান) ও আব্দুল্লাহ (বার্তা বাজার)।

নতুন কমিটির ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। যেখানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত