রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হান হোসেন। গতকাল শনিবার রাতে তিনি প্রবেশপত্র হাতে পেয়ে আজ রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর আগে সে পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করে নিজের ফেসবুকে আইডিতে ‘আত্মহত্যার হুমকি’ দিয়ে একটি স্ট্যাটাস দেয়।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রের বিষয়টি শোনার পরে আমি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে গিয়ে প্রবেশপত্র নিয়ে আসে। এমন ভুল যেন না হয়, তাদের সতর্ক করা হয়েছে।’
জানা যায়, তিন মাস আগে ফরম পূরণের নির্ধারিত টাকা পরিশোধ করেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের ওই শিক্ষার্থী মো. রায়হান। গত বৃহস্পতিবার প্রবেশপত্র আনতে গিয়ে জানতে পারে তার নামে কোনো প্রবেশপত্র বোর্ড থেকে আসেনি। মানসিকভাবে ভেঙে পড়ে সে।
পরে জানাতে পারে, তার ফরমটি কোনো কারণে সঠিকভাবে পূরণ করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষকেরাও তাকে পরের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়ে সান্ত্বনা দেন। কিন্তু বিষয়টি মানতে না পেরে ওই দিন (বৃহস্পতিবার) রাতে স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করে সে ফেসবুকে ‘আত্মহত্যার হুমকি’ দিয়ে একটি স্ট্যাটাস দেয়।
বিষয়টি (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ। ইউএনওর সঙ্গে যোগাযোগ করে গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা ছুটে যান কুমিল্লা বোর্ডে। পরে বিকেল সাড়ে চারটায় রায়হান তার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হয়।
মো. রায়হান হোসেন বলে, ‘অজ্ঞাত কারণে আমার ফরম পূরণ হয়নি এবং প্রবেশপত্র আসেনি শুনে মানসিকভাবে ভেঙে পড়ি। প্রবেশপত্র না পাওয়ায় আমার পরীক্ষা দেওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে। আমি বাধ্য হয়ে ফেসবুকে “আত্মহত্যা”র সিদ্ধান্ত নিয়ে স্ট্যাটাস দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে। ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আশ্বস্ত করেন।’
রায়হান আরও বলে, ‘এরপর উপজেলা প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পরীক্ষার আগের দিন রাতে আমার প্রবেশপত্র পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। পরীক্ষা ভালো হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে ছেলেটির ফরম পূরণ হয়নি, তা আমাদের বোধগম্য নয়। যা-ই হোক শেষ পর্যন্ত পরীক্ষার আগের দিন প্রবেশপত্র হাতে পেয়েছি। শুকরিয়া।’
শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হান হোসেন। গতকাল শনিবার রাতে তিনি প্রবেশপত্র হাতে পেয়ে আজ রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর আগে সে পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করে নিজের ফেসবুকে আইডিতে ‘আত্মহত্যার হুমকি’ দিয়ে একটি স্ট্যাটাস দেয়।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রের বিষয়টি শোনার পরে আমি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে গিয়ে প্রবেশপত্র নিয়ে আসে। এমন ভুল যেন না হয়, তাদের সতর্ক করা হয়েছে।’
জানা যায়, তিন মাস আগে ফরম পূরণের নির্ধারিত টাকা পরিশোধ করেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের ওই শিক্ষার্থী মো. রায়হান। গত বৃহস্পতিবার প্রবেশপত্র আনতে গিয়ে জানতে পারে তার নামে কোনো প্রবেশপত্র বোর্ড থেকে আসেনি। মানসিকভাবে ভেঙে পড়ে সে।
পরে জানাতে পারে, তার ফরমটি কোনো কারণে সঠিকভাবে পূরণ করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষকেরাও তাকে পরের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়ে সান্ত্বনা দেন। কিন্তু বিষয়টি মানতে না পেরে ওই দিন (বৃহস্পতিবার) রাতে স্কুল কর্তৃপক্ষকে দোষারোপ করে সে ফেসবুকে ‘আত্মহত্যার হুমকি’ দিয়ে একটি স্ট্যাটাস দেয়।
বিষয়টি (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ। ইউএনওর সঙ্গে যোগাযোগ করে গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা ছুটে যান কুমিল্লা বোর্ডে। পরে বিকেল সাড়ে চারটায় রায়হান তার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হয়।
মো. রায়হান হোসেন বলে, ‘অজ্ঞাত কারণে আমার ফরম পূরণ হয়নি এবং প্রবেশপত্র আসেনি শুনে মানসিকভাবে ভেঙে পড়ি। প্রবেশপত্র না পাওয়ায় আমার পরীক্ষা দেওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে। আমি বাধ্য হয়ে ফেসবুকে “আত্মহত্যা”র সিদ্ধান্ত নিয়ে স্ট্যাটাস দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে। ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আশ্বস্ত করেন।’
রায়হান আরও বলে, ‘এরপর উপজেলা প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় পরীক্ষার আগের দিন রাতে আমার প্রবেশপত্র পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। পরীক্ষা ভালো হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে ছেলেটির ফরম পূরণ হয়নি, তা আমাদের বোধগম্য নয়। যা-ই হোক শেষ পর্যন্ত পরীক্ষার আগের দিন প্রবেশপত্র হাতে পেয়েছি। শুকরিয়া।’
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
৩ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে