Ajker Patrika

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২২টি প্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা প্রতিনিধি  
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগ্রহীত
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগ্রহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বেলা ২টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। এর আগে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

জানা যায়, চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন।

পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন।

মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ।

এবার বোর্ডের অধীনে ১০ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত