Ajker Patrika

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২১: ৪৯
কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়ির লোহার দরজা কুপিয়ে ভাঙার চেষ্টা করেছে হামলাকারীরা। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়ির লোহার দরজা কুপিয়ে ভাঙার চেষ্টা করেছে হামলাকারীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়িতে এবার হামলার অভিযোগ পাওয়া গেছে। চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, যারা তাঁকে লাঞ্ছিত করেছিল, তাদের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘রাতেই ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধার বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তারা বাড়ির গেট ও দরজা-জানালায় ভাঙচুর চালালেও ঘরে ঢুকতে পারেনি। আগে যারা ঘটনা ঘটিয়েছে, তারাই হামলায় জড়িত কি না, তার তদন্ত চলছে।’

শুক্রবার রাত ৮টার দিকে আবদুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আমার বাবাকে জুতার মালা পরিয়ে অপমান ও মারধরের ঘটনার প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হলেও ঘটনার হোতাসহ আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার রাতে তারাই হামলার ঘটনা ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ৩০-৩৫ জন ছিল। বাবাকে জুতার মালা পরানোর মামলার প্রধান আসামিসহ কয়েকজন হামলায় নেতৃত্ব ও ইন্ধন দিয়েছে। লাঞ্ছনার পর থেকে বাবাসহ আমরা ফেনীতে ছিলাম। প্রশাসনের আশ্বাসে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আসি ঈদ করতে। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।’

মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, ‘যারা আমাকে লাঞ্ছিত করেছিল, তারাই আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়ির গেট, ঘরের দরজা-জানালায় কুপিয়েছে। ঘরে ঢুকতে পারলে আমাকে প্রাণেই মেরে ফেলত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত