নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষে মারাত্মক আহত দুই শিক্ষার্থী এখন অনেকটা সুস্থ। হাসপাতালে ভর্তির ১৯ দিনের মাথায় এ তথ্য জানালেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। চবি কর্তৃপক্ষের সম্মতিক্রমে তাঁদের হাসপাতাল থেকে ডিসচার্জ করার কথাও জানান তাঁরা।
শিক্ষার্থীরা হলেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম। দুজনেই লাইফ সাপোর্ট ও আইসিইউতে ছিলেন। বর্তমানে কেবিনে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে মামুনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার দিন রাতেই চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয় এবং মাথার খুলি খুলে ফ্রিজে রাখা হয়। এক মাস পর এটা প্রতিস্থাপন করা হবে।
এ বিষয়ে পার্ক ভিউ হাসপাতালের নিউরো সার্জন মো. ইসমাঈল হোসেন জানান, মামুন এখন প্রায় সুস্থ। তাঁকে এখন ডিসচার্জ করা যাবে। আরও এক মাস পর তাঁর মাথার খুলিটি প্রতিস্থাপন হবে। অন্যদিকে, ইমতিয়াজও এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। তাঁকে আরও কয়েক দিন পর ডিসচার্জ করা হবে বলেও জানান এই চিকিৎসক।
একই বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, চবি কর্তৃপক্ষের সম্মতিক্রমে মামুনকে ছেড়ে দেওয়া হবে। তবে ইমতিয়াজকে আরও কয়েক দিন রাখা হবে। দুই শিক্ষার্থীই অনেকটা সুস্থ বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাতে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায় চবির সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।
স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষে মারাত্মক আহত দুই শিক্ষার্থী এখন অনেকটা সুস্থ। হাসপাতালে ভর্তির ১৯ দিনের মাথায় এ তথ্য জানালেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। চবি কর্তৃপক্ষের সম্মতিক্রমে তাঁদের হাসপাতাল থেকে ডিসচার্জ করার কথাও জানান তাঁরা।
শিক্ষার্থীরা হলেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম। দুজনেই লাইফ সাপোর্ট ও আইসিইউতে ছিলেন। বর্তমানে কেবিনে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে মামুনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার দিন রাতেই চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয় এবং মাথার খুলি খুলে ফ্রিজে রাখা হয়। এক মাস পর এটা প্রতিস্থাপন করা হবে।
এ বিষয়ে পার্ক ভিউ হাসপাতালের নিউরো সার্জন মো. ইসমাঈল হোসেন জানান, মামুন এখন প্রায় সুস্থ। তাঁকে এখন ডিসচার্জ করা যাবে। আরও এক মাস পর তাঁর মাথার খুলিটি প্রতিস্থাপন হবে। অন্যদিকে, ইমতিয়াজও এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। তাঁকে আরও কয়েক দিন পর ডিসচার্জ করা হবে বলেও জানান এই চিকিৎসক।
একই বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, চবি কর্তৃপক্ষের সম্মতিক্রমে মামুনকে ছেড়ে দেওয়া হবে। তবে ইমতিয়াজকে আরও কয়েক দিন রাখা হবে। দুই শিক্ষার্থীই অনেকটা সুস্থ বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাতে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায় চবির সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
১৫ মিনিট আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
১৯ মিনিট আগেবয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।
২৩ মিনিট আগেশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে থাকা কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তা। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে প্রত্যক্ষদর্শী ওই কর্মকর্তা গতকাল রাতে সাংবাদিকদের বলেন...
৩১ মিনিট আগে