Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৬: ০৩
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে শাহজাহান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজাহান চট্টগ্রাম শহরের পাঁচলাইশের শুলকবহর এলাকার বাসিন্দা এবং রেস্টুরেন্ট কর্মচারী বলে জানা গেছে।

জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার ভোরে পরিবার নিয়ে শাহজাহান কক্সবাজারে আসেন। তাঁরা জেলা খাদ্য অফিসের পাশে একটি হোটেলে ওঠেন। বেলা ১১টার দিকে লাবণী বিচে গোসলে নামেন। বেলা দেড়টার দিকে শাহজাহান স্রোতের টানে ভেসে যান।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, তাঁকে মুমূর্ষু অবস্থায় পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত