প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আসা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ টি। সে হিসাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।
গতকাল শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে সেদিন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয় ৪৪ জন।
আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত শনাক্ত ১০ জনের মধ্যে জেলা সদরে ৮ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭ হাজার ৮৮৭ জনের। মোট পজিটিভ এসেছে ১ হাজার ১ হাজার ৪১০ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বান্দরবান জেলায় বর্তমানে মোট করোনা রোগী আছে ২৮৬ জন। হাসপাতালে ভর্তি আছেন মোট ৪৯ জন। আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ১৭৪ জন (হাসপাতালে ভর্তি ১৭), লামা উপজেলায় ৪৩ (হাসপাতালে ভর্তি ১৮), নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪০ জন, আলীকদমে ১৩ জন (হাসপাতালে ভর্তি ৪ জন), রোয়াংছড়িতে ১১ (হাসপাতালে ভর্তি ৩), থানচি ১ এবং রুমা উপজেলায় ৪ জন (হাসপাতালে ভর্তি ৪)।
বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আসা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ টি। সে হিসাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।
গতকাল শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে সেদিন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয় ৪৪ জন।
আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত শনাক্ত ১০ জনের মধ্যে জেলা সদরে ৮ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭ হাজার ৮৮৭ জনের। মোট পজিটিভ এসেছে ১ হাজার ১ হাজার ৪১০ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বান্দরবান জেলায় বর্তমানে মোট করোনা রোগী আছে ২৮৬ জন। হাসপাতালে ভর্তি আছেন মোট ৪৯ জন। আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ১৭৪ জন (হাসপাতালে ভর্তি ১৭), লামা উপজেলায় ৪৩ (হাসপাতালে ভর্তি ১৮), নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪০ জন, আলীকদমে ১৩ জন (হাসপাতালে ভর্তি ৪ জন), রোয়াংছড়িতে ১১ (হাসপাতালে ভর্তি ৩), থানচি ১ এবং রুমা উপজেলায় ৪ জন (হাসপাতালে ভর্তি ৪)।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৪) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তাঁরা কেউই মামলার এজাহারনামীয় আসামি নন।
১৬ মিনিট আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
১ ঘণ্টা আগে