নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে স্থান পাওয়া চট্টগ্রামের দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই বিজ্ঞাপন ব্যয়ে হিসাব চেয়ে চিঠি দিয়েছে। জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুর আহমদ জানিয়েছেন, এই খরচের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় রেজিস্ট্রার এ কথা বলেন।
এতে বলা হয়েছে, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন–অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবগঠিত সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রামের কৃতী সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে মাননীয় শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করেছেন। বীর চট্টলার এই দুই কৃতী সন্তানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ সকল বিজ্ঞাপন সংক্রান্ত ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য হলো, ‘এ-সংক্রান্ত ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনোরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই।’ বর্ণিত বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুর আহমদ।
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে স্থান পাওয়া চট্টগ্রামের দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই বিজ্ঞাপন ব্যয়ে হিসাব চেয়ে চিঠি দিয়েছে। জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুর আহমদ জানিয়েছেন, এই খরচের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় রেজিস্ট্রার এ কথা বলেন।
এতে বলা হয়েছে, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন–অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবগঠিত সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রামের কৃতী সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে মাননীয় শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করেছেন। বীর চট্টলার এই দুই কৃতী সন্তানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ সকল বিজ্ঞাপন সংক্রান্ত ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য হলো, ‘এ-সংক্রান্ত ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনোরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই।’ বর্ণিত বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুর আহমদ।
সাইফুলের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে তাঁর জ্বর ছিল। অসুস্থ অবস্থায়ও কাজ করছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৩৩ মিনিট আগেসেদিনের হামলায় কনস্টেবল আনছারুল হক, জহিরুল ইসলাম ও গৃহবধূ ঝরনা রানী ভৌমিক নিহত হন। নিহত হন এক জঙ্গি আবির হোসেন। আহত হন আরও ১২ পুলিশ সদস্য ও চার মুসল্লি। গুলির আঘাতে নিহত ঝরনা রানীর স্মরণে হামলার স্থানের গলিটির নাম রাখা হয়েছে ‘ঝরনা রানী ভৌমিক সড়ক’।
৪৪ মিনিট আগেনেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে নেত্রকোনায় সাত-আটটি নাশকতার মামলা রয়েছে।
২ ঘণ্টা আগেইপিজেড থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, সিএনজি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান আতাউর। পরে তাঁর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে