Ajker Patrika

খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০: ০৬
মাদ্রাসাছাত্র মো. সোহেলের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
মাদ্রাসাছাত্র মো. সোহেলের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদ্রাসাছাত্র মো. সোহেল হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে মিছিলটি শুরু হয়ে আদালত চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে বক্তব্য দেন পাড়া কারবারি (পাড়াপ্রধান) অংসাজাই মারমা, আব্রে মারমা, সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিম, আবদুল জব্বার, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন, ছাত্রনেতা মো. সাকিব, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

সোহেলের মা রাবেয়া বলেন, ‘একমাত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমি প্রবাসে কষ্ট করছি। মৃত্যুর ১৫ দিন আগে আমার হৃদয়ছেঁড়া সন্তানের সঙ্গে আমার কথা হয়। আমাকে বলে, মা তুমি আসবে আসবে বলেও আসছ না কেন? আমি বলি, বাবা এটা গাড়ির পথ না, বিমানের পথ। আসতে চাইলেও যখন-তখন আসা যায় না। আমি আসার সব প্রস্তুতি নিচ্ছি, তুমি অপেক্ষা করো। কিন্তু সন্ত্রাসীরা আমার সন্তানকে অপেক্ষা করতে দিল না। আমি একজন সন্তানহারা মা। আমি চাই হত্যায় জড়িত প্রত্যেকের ফাঁসি নিশ্চিত করা হোক। প্রত্যেকের মরদেহ যেন কারাগার থেকে বের হতে দেখি।’

উল্লেখ, ৪ জুলাই মানিকছড়ি উপজেলার ঘোরখানা থেকে সপ্তম শ্রেণির ছাত্র সোহেলকে (১৪) অপহরণের ১২ দিন পর দুর্গম বুদংপাড়ার একটি ছড়া থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় করা মামলায় দফায় দফায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মংসানু মারমাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। যার মধ্যে পাঁচজন এজাহারভুক্ত আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত