Ajker Patrika

ভিসির পদত্যাগ দাবিতে অনিয়ম–দুর্নীতির সংবাদের প্রদর্শনী করবে চবি শিক্ষক সমিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ভিসির পদত্যাগ দাবিতে অনিয়ম–দুর্নীতির সংবাদের প্রদর্শনী করবে চবি শিক্ষক সমিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার গণসংযোগ কর্মসূচি ও সংবাদ প্রদর্শনী করার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। ঘোষণা অনুযায়ী আগামী বুধ, বৃহস্পতি ও রোববার গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আর আগামী সোম ও মঙ্গলবার বঙ্গবন্ধু চত্বরে ‘কেমন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সংবাদ প্রদর্শনী করবে সংগঠনটি। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের অবস্থান কর্মসূচি পালন শেষে এই ঘোষণা দেওয়া হয়। 

অন্যদিকে গত দুই দিনের মতো আজও ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি শুরু হওয়ার আগেই শেষ করা হয়। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, ‘আগামী তিন দিন আমরা গণসংযোগ করব। গণসংযোগ বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে হবে। এরপর দুই দিন বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে যে সব সংবাদ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলোর একটি প্রদর্শনী হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, আমাদের শিক্ষামন্ত্রীসহ চট্টগ্রামের আরও যারা অন্যান্য মন্ত্রণালয়ে দায়িত্বশীল মন্ত্রীবর্গ আছেন তাঁদের সঙ্গে, চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধাসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করব। শিক্ষকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়ও আমাদের গণসংযোগ চলবে।’ 

 মঙ্গলবার সপ্তম দিনের অবস্থান কর্মসূচি পালন করেছে চবি শিক্ষক সমিতি‘গণতন্ত্রের বিজয়’ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেছেন।’ 

এর আগে আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর দুপুরে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। 

পরবর্তীতে উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণঅনশন করেন তাঁরা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত