লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
আজ শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়ছে। গ্যাংয়ের সদস্যরা মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে।
বক্তারা জানান, গত এক মাসে কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের শিকার হয়েছে অন্তত ১৫ জন। হামলার শিকার জাহাঙ্গীর আলম ও তাঁর মেয়ে এবং মনু শীল নামের একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও এখনো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। গ্যাংয়ের সদস্যদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
আজ শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়ছে। গ্যাংয়ের সদস্যরা মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে।
বক্তারা জানান, গত এক মাসে কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের শিকার হয়েছে অন্তত ১৫ জন। হামলার শিকার জাহাঙ্গীর আলম ও তাঁর মেয়ে এবং মনু শীল নামের একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও এখনো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। গ্যাংয়ের সদস্যদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
২ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
৪ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে