লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
আজ শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়ছে। গ্যাংয়ের সদস্যরা মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে।
বক্তারা জানান, গত এক মাসে কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের শিকার হয়েছে অন্তত ১৫ জন। হামলার শিকার জাহাঙ্গীর আলম ও তাঁর মেয়ে এবং মনু শীল নামের একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও এখনো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। গ্যাংয়ের সদস্যদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
আজ শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়ছে। গ্যাংয়ের সদস্যরা মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে।
বক্তারা জানান, গত এক মাসে কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের শিকার হয়েছে অন্তত ১৫ জন। হামলার শিকার জাহাঙ্গীর আলম ও তাঁর মেয়ে এবং মনু শীল নামের একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও এখনো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। গ্যাংয়ের সদস্যদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে