Ajker Patrika

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড থেকে
আপডেট : ০৫ জুন ২০২২, ১৩: ৩৭
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন 

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। আজ রোববার দুপুর ১২টার দিকে অধিদপ্তরের উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্তকে। আরেক সদস্য হলেন শ্রম পরিদর্শক (নিরাপত্তা) মো. শামীম হোসেন। 

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগেও একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষের প্রাণ বাঁচানো আমাদের প্রথম প্রায়োরিটি। আমরা আগে উদ্ধার অভিযান শেষ করি। এরপর সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত