ফেনী প্রতিনিধি
ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল রোববার রাতে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার (২০) ও তাঁর স্বামী নাহিদ হোসেন জীবন (২৪) এবং তাঁদের সহযোগী একই উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের শাহরিয়ার আলম (২০) ও ফেনী পৌর এলাকার সহদেবপুর এলাকার সালমান হোসেন (২০)।
গতকাল রোববার রাতে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন চারজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা গ্রামের মো. ফাহিম উদ্দিনের (২৫) সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তোলেন। তাঁর কথামতো গত ৩০ আগস্ট ফেনীর মহিপালে আসেন ফাহিম। সেখান থেকে মাসুমা কৌশলে তাঁকে শহরের পাঠানবাড়ি রোডের তাসপিয়া ম্যানশনের সপ্তম তলায় একটি কক্ষে নিয়ে যান।
ওই বাসায় থাকা অন্য আসামিদের তখন আত্মীয় সম্বোধন করে ফাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন মাসুমা। এর একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাহিমকে জিম্মি করে মারধর করতে থাকেন। পরে জোরপূর্বক নগ্ন করে ছবি ও ভিডিও ধারণ করে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ফাহিমকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সঙ্গে থাকা টাকা ও মোটরসাইকেল নিয়ে নেন।
এ ঘটনায় গতকাল রোববার রাতে ফাহিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।
ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল রোববার রাতে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার (২০) ও তাঁর স্বামী নাহিদ হোসেন জীবন (২৪) এবং তাঁদের সহযোগী একই উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের শাহরিয়ার আলম (২০) ও ফেনী পৌর এলাকার সহদেবপুর এলাকার সালমান হোসেন (২০)।
গতকাল রোববার রাতে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন চারজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা গ্রামের মো. ফাহিম উদ্দিনের (২৫) সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে তোলেন। তাঁর কথামতো গত ৩০ আগস্ট ফেনীর মহিপালে আসেন ফাহিম। সেখান থেকে মাসুমা কৌশলে তাঁকে শহরের পাঠানবাড়ি রোডের তাসপিয়া ম্যানশনের সপ্তম তলায় একটি কক্ষে নিয়ে যান।
ওই বাসায় থাকা অন্য আসামিদের তখন আত্মীয় সম্বোধন করে ফাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন মাসুমা। এর একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাহিমকে জিম্মি করে মারধর করতে থাকেন। পরে জোরপূর্বক নগ্ন করে ছবি ও ভিডিও ধারণ করে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ফাহিমকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সঙ্গে থাকা টাকা ও মোটরসাইকেল নিয়ে নেন।
এ ঘটনায় গতকাল রোববার রাতে ফাহিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে