Ajker Patrika

পারকি সৈকতে ভেসে এল মৃত ডলফিন 

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) 
পারকি সৈকতে ভেসে এল মৃত ডলফিন 

চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল শুক্রবার বিকেলে সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় ও পর্যটকেরা। এটি বিপন্ন ইরাবতী প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।

এ বিষয়ে স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, শুক্রবার বিকেলের দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায়। ডলফিনটি ৫ ফিটের বেশি লম্বা হবে। এটির ডান কানের পাশে আঘাতে চিহ্ন দেখা গেছে। তা ছাড়া এটি  পচতে শুরু করায় আশপাশে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে বারশত ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্ত করে মাটি চাপা দেওয়া হবে।

সৈকতের ব্যবসায়ী নুরুল আনোয়ার বলেন, ধারণা করা হচ্ছে দু–একদিন আগে সাগরের কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটি মারা গেছে। 

পরিবেশকর্মী আলীউর রহমান জানান, ২০১৭ সাল থেকে কর্ণফুলী ও হালদা নদীর ডলফিন নিয়ে কার্যক্রম শুরু করেন গবেষকেরা। এরপর হালদা নদী থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ২৯টি মৃত ডলফিন উদ্ধার হয়। তবে কর্ণফুলী নদীতে গত ১৪ জুলাই একটি এবং আগস্ট মাসে আরও একটি মৃত ডলফিন পাওয়া যায়। গত আগস্টে কুয়াকাটা সৈকতে অন্তত ৮টি মৃত ডলফিনের সন্ধান পাওয়া যায়। কেন এত ডলফিন মারা যাচ্ছে তার কারণ খুঁজে বের করা দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত