কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’
বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’
বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৩ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৪ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৪ ঘণ্টা আগে