Ajker Patrika

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৪: ১৬
Thumbnail image

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন। 

তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে। 

চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’

বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়। 

উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত