Ajker Patrika

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে নতুন একজনসহ মোট আটক ৫

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৫: ১২
মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে নতুন একজনসহ মোট আটক ৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হলো।

সর্বশেষ আটক রোহিঙ্গার নাম মো. ইলিয়াস (৩৫)। তিনি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাঁকে আটকের তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক। নাঈমুল হক বলেন, আটক ইলিয়াসকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ক্যাম্পের অপরাধ কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার সকালে ও রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এ পৃথক অভিযানে মোহাম্মদ সলিম ওরফে সলিমউল্লাহ ওরফে লম্বা সলিম (২৬), জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামের তিনজনকে আটক করে পুলিশ। অন্যদিকে উখিয়া থানার পুলিশ গতকাল শনিবার বিকেলে শওকত উল্লাহ নামের অপর এক রোহিঙ্গাকে আটক করে। সর্বশেষ আটক হন মো. ইলিয়াস (৩৫)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত