Ajker Patrika

ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরে ৭ যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরে ৭ যুবক গ্রেপ্তার

কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে সাত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন সৈয়দুল করিম (৩০), দেলোয়ার (২২), পারভেজ আলম (২৪), রুহুল কাদের (২২), মো. আবদুল মাবুদ (২৭), মো. সাগর (২২) ও হাফেজ এছাম উদ্দিন ওরফে হাফেজ আব্দুল্লাহ (১৯)। তাঁরা কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক চরপাড়া এলাকায় একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ জড়ো হয়ে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পায় র‍্যাব। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, দুটি এলজি, নয়টি তাজা কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, `প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সাগর থেকে ফিরে আসা ট্রলারের মাছ ও জাল ডাকাতি এবং কক্সবাজারে আসা দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রশস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে থাকে বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা এবং অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত