Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৫: ০০
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ, সরাইল ও সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া ৫৬ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডবের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হচ্ছে। তারা সকলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি, রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫ হাজারের বেশি লোকজনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত