Ajker Patrika

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১: ৪১
আজ সোমবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা খাবার কেউ পেয়েছে, কেউ পায়নি। আবার অনেকে নিজ বাড়ি থেকে রান্না করে এনেছেন। যে খাবার দেওয়া হয়েছে, তা-ও খাওয়ার অনুপযোগী। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ওষুধ রোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানে হাসপাতালের এমন চিত্র ধরা পড়েছে।

আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার, দালাল, ওষুধ ও চিকিৎসকের ডিউটি-সংক্রান্ত একাধিক অভিযোগ পায় দুদক। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে দুদকের দল।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়। অভিযানে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। খাবারের গুণগত মান নিয়ে অভিযানে রোগীর সামান্য পরিমাণ অভিযোগ ছিল। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, তা আলামত হিসেবে জব্দ করেছি। ওষুধ যেখানে সংরক্ষণ করেছে, তা সঠিকভাবে করেছে কি না, তা দেখে কিছু অনিময় পেয়েছি।’

এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জায়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসক নিয়ম মেনে ডিউটি করেন। হাসপাতালে স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কথা নয়, কিছু ওষুধ রোগী কম থাকায় সরবরাহ হয়নি, এমন হতে পারে। দুদক তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের অফিসেও অভিযান চালিয়েছে। তারা যেসব তথ্য ও কাগজপত্র চেয়েছে, সবই সরবরাহ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত