Ajker Patrika

নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি 
দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা
দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার (৩১ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। তড়িৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা মৃত নন্দলাল চাকমার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে পড়ে যান তড়িৎ চাকমা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘টানা বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছিল। তার পরেও তাকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। অবশেষে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত