Ajker Patrika

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ট্রেনযোগে কক্সবাজার পৌঁছালেন ৩৪ কূটনীতিক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩২
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ট্রেনযোগে কক্সবাজার পৌঁছালেন ৩৪ কূটনীতিক

বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিককে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনযোগে তাঁরা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছান। 

পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছালে স্থানীয় রাখাইন নৃগোষ্ঠী সম্প্রদায় নৃত্য পরিবেশন করে তাঁদের বরণ করে নেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উখিয়া উপজেলার ইনানি রয়েল টিউলিপ হোটেলে চলে যান। রাতে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে পৌঁছান ৩৪ কূটনীতিক। ছবি: আজকের পত্রিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক কক্সবাজার সফরে এসেছেন। আগামীকাল বুধবার কূটনীতিকরা রামু বৌদ্ধ বিহারসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল। 

ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত