Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচজন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শহরের কয়েকটি পয়েন্টে পাল্টাপাল্টি এই ধাওয়ার ঘটনা ঘটে।

কোটা সংস্কারের দাবি নিয়ে শহরের কাউতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাঁরা কাউতলীর প্রধান সড়ক হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দিকে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন বাধা দেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা রবিনের ওপর হামলা চালায়। তাতে রবিন আহত হন। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা পাল্টা ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের পাঁচজন আহত হন।

এদিকে আজ বুধবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তবে সভাস্থলের আশপাশ এলাকায় অন্তত ১০-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত