Ajker Patrika

র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়, ৫ লাখ ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়, ৫ লাখ ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ৫ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার বালুখালী এলাকায় এই ঘটনা ঘটেছে। 

র‍্যাব-১৫ সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

র‍্যাব সূত্রে জানা যায়, আটক সৈয়দ হোসেন রোহিঙ্গা নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর আগেও ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। 

র‍্যাব সূত্রে আরও জানা যায়, গতকাল রোববার রাতে ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‍্যাব। একপর্যায়ে সীমান্ত এলাকার খাল দিয়ে যাওয়ার সময় একদল মাদক কারবারিদের থামার সংকেত দেয় র‍্যাব। এ সময় মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষার্থে র‍্যাব গুলি চালায়। প্রায় ২১ রাউন্ড গুলিবিনিময়ের পর একজনকে আটক করে র‍্যাব। পরে ওই এলাকা থেকে বস্তাবর্তী ৫ লাখ ইয়াবাও উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের জন্য রাখা একটি ইজিবাইক তথা টমটম জব্দ করা হয়। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত