Ajker Patrika

ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার: চট্টগ্রামে অনুসারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯: ৩৪
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।

সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন করে তার মুক্তির দাবি জানান তারা।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক মো. আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাশের ভক্তরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশের কড়া নিরাপত্তার রয়েছে।’

এর আগে আজ সোমবার দুপুরে রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়া তার নেতৃত্বে চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত