নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর হালিশহরে গৃহবধূ রাবেয়া আক্তারকে (২৭) গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী মো. জামিনসহ (২৪) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে রাবেয়াকে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জের নিকলী থানার কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে থেকে জামিনকে ও নগরীর হালিশহর এলাকা থেকে মো. মোস্তফাকে (২২) গ্রেপ্তার করা হয়। দুজনই কিশোরগঞ্জের নিকলী থানার বাসিন্দা।
আজ মঙ্গলবার হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীকে খুনের পর জামিন নিজ এলাকা কিশোরগঞ্জে আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জামিনকে গ্রেপ্তারের পর এই খুনের সঙ্গে মোস্তফার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হালিশহর এলাকা থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে। মোস্তফা নিহত রাবেয়ার ছোট বোনের স্বামী।
সতেজ বড়ুয়া আজকের পত্রিকাকে আরও বলেন, আসামিদের দেওয়া তথ্যানুযায়ী খুনে ব্যবহৃত ছুরিটি পরে নগরীর হালিশহরে খালপাড় এলাকায় একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে। খুনের পর ছুরিটি ওই নালায় ফেলে দিয়েছিল মোস্তফা।
নিহতের স্বামী জামিন পুলিশকে জানায়, রাবেয়ার আগেও দুটি বিয়ে হয়েছিল। ওই ঘরের সন্তান রয়েছে। ১১ মাস আগে তাঁর সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। এরপর তাঁরা হালিশহরে একটি ভাড়া বাসায় থাকতেন। রাবেয়া সেখানে রাস্তার ধারে একটি দোকানে পিঠা বিক্রি করতেন। এটা তিনি পছন্দ করতেন না। মাঝে মাঝে গভীর রাত করে বাসায় ফিরতেন। এসবসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। কিন্তু রাবেয়া নিজের ইচ্ছেমতো চলতে থাকেন। উল্টো জামিনকে নানা হুমকি দিত। এসব নিয়ে জামিন তাঁর প্রতি ক্ষিপ্ত ছিল। পরে পরিকল্পনা করে মোস্তফাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে খুন করে পালিয়ে যায় জামিন।
এর আগে গত শনিবার হালিশহর থানাধীন থানাধীন শিশু পল্লি জামে মসজিদ এলাকায় একটি ভবনের ভাড়া বাসায় খুন হন রাবেয়া আক্তার (২৭)। তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় রোববার হালিশহর থানায় একটি হত্যা মামলা হয়। নিহত নারী হাটহাজারী উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম নগরীর হালিশহরে গৃহবধূ রাবেয়া আক্তারকে (২৭) গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী মো. জামিনসহ (২৪) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে রাবেয়াকে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জের নিকলী থানার কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে থেকে জামিনকে ও নগরীর হালিশহর এলাকা থেকে মো. মোস্তফাকে (২২) গ্রেপ্তার করা হয়। দুজনই কিশোরগঞ্জের নিকলী থানার বাসিন্দা।
আজ মঙ্গলবার হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীকে খুনের পর জামিন নিজ এলাকা কিশোরগঞ্জে আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জামিনকে গ্রেপ্তারের পর এই খুনের সঙ্গে মোস্তফার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হালিশহর এলাকা থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে। মোস্তফা নিহত রাবেয়ার ছোট বোনের স্বামী।
সতেজ বড়ুয়া আজকের পত্রিকাকে আরও বলেন, আসামিদের দেওয়া তথ্যানুযায়ী খুনে ব্যবহৃত ছুরিটি পরে নগরীর হালিশহরে খালপাড় এলাকায় একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে। খুনের পর ছুরিটি ওই নালায় ফেলে দিয়েছিল মোস্তফা।
নিহতের স্বামী জামিন পুলিশকে জানায়, রাবেয়ার আগেও দুটি বিয়ে হয়েছিল। ওই ঘরের সন্তান রয়েছে। ১১ মাস আগে তাঁর সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। এরপর তাঁরা হালিশহরে একটি ভাড়া বাসায় থাকতেন। রাবেয়া সেখানে রাস্তার ধারে একটি দোকানে পিঠা বিক্রি করতেন। এটা তিনি পছন্দ করতেন না। মাঝে মাঝে গভীর রাত করে বাসায় ফিরতেন। এসবসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। কিন্তু রাবেয়া নিজের ইচ্ছেমতো চলতে থাকেন। উল্টো জামিনকে নানা হুমকি দিত। এসব নিয়ে জামিন তাঁর প্রতি ক্ষিপ্ত ছিল। পরে পরিকল্পনা করে মোস্তফাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে খুন করে পালিয়ে যায় জামিন।
এর আগে গত শনিবার হালিশহর থানাধীন থানাধীন শিশু পল্লি জামে মসজিদ এলাকায় একটি ভবনের ভাড়া বাসায় খুন হন রাবেয়া আক্তার (২৭)। তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় রোববার হালিশহর থানায় একটি হত্যা মামলা হয়। নিহত নারী হাটহাজারী উপজেলার বাসিন্দা।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৪ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে