Ajker Patrika

ভুল বাসে চড়ে চট্টগ্রামে ৩ শিশু, পরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভুল বাসে চড়ে চট্টগ্রামে ৩ শিশু, পরে উদ্ধার

ভুল বাসে করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসা তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১, ১০ ও ৭ বছর বয়সী এই শিশুরা সম্পর্কে বোন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকবরশাহ থানাধীন একে খান মোড় থেকে তাদের উদ্ধার করা হয়। এরা লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের আবু তাহেরের মেয়ে। 

আকবরশাহ থানার মো. জহির হোসেন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জহির বলেন, ‘তারা ঈদের দিন এক ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজের মতো বাড়িতে যাওয়ার জন্য রামগতি থেকে ভুল করে চট্টগ্রামগামী একটি বাসে উঠে পড়ে। ওই বাসে করে সন্ধ্যার দিকে তারা একে খান মোড়ে পৌঁছে। সেখানে নামার পরে কান্নাকাটি শুরু করে।’ 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশু তিনটিকে থানায় নিয়ে এসে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে রামগতি থেকে আসেন স্বজনেরা। থানা থেকে শিশু তিনটিকে নিয়ে গেছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত