নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক শিশু নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিইপিজেডের ভেতরে ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিশু একটি নির্মাণাধীন ভবনে ঢুকেছিল; যার একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয় পক্ষকে শান্ত করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়টি গুজব ছিল। ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেছেন পোশাকশ্রমিকেরা।’
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘গুজব ছড়ানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’
ইপিজেড এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এক শিশু নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিইপিজেডের ভেতরে ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিশু একটি নির্মাণাধীন ভবনে ঢুকেছিল; যার একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয় পক্ষকে শান্ত করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়টি গুজব ছিল। ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেছেন পোশাকশ্রমিকেরা।’
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘গুজব ছড়ানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’
ইপিজেড এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
কিছু কিছু লোক বিদেশে টাকা পাচার করার জন্যই কল-কারখানা করেছেন বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভালো মালিকও আছেন যাদের কারণে রপ্তানি বাড়ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে জাতীয় পেশাগত...
৩০ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে সিজারিয়ান অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন নিহতের স্বজনরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুর বাজার এলাকার শাহরাস্তি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১ টা) হাসপাতালটি..
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
২ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
২ ঘণ্টা আগে