Ajker Patrika

শাহ আমানত বিমানবন্দরে ৭টি সোনার বারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫: ৪৪
শাহ আমানত বিমানবন্দরে ৭টি সোনার বারসহ গ্রেপ্তার ১

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছে ১ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আরমান উদ্দিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত আরমান উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। সোমবার রাতে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে আসেন। 

এ সম্পর্কে জানতে চাইলে এ কে এম সুলতান মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে আরমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাঁর ব্যাগ পরীক্ষার সময় তাতে পলিথিন ব্যাগে মোড়ানো সাতটি সোনার বার ও ১ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার মালামাল ডিএম মুলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত