চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চন্দনাইশে দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে অংশ নেন। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। যার ছবিসহ জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধোপাছড়িতে গণসংযোগের সময় আমাকে রাস্তায় দেখে বুকে টেনে নিয়ে ছবি তোলে। সেই ছবি একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করে। তাই অব্যাহতির খবর শুনে আমি ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি।’
এ বিষয়ে জানতে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম জানান, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করা সত্ত্বেও ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যার ছবি জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক ওই দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চন্দনাইশে দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে অংশ নেন। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। যার ছবিসহ জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধোপাছড়িতে গণসংযোগের সময় আমাকে রাস্তায় দেখে বুকে টেনে নিয়ে ছবি তোলে। সেই ছবি একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করে। তাই অব্যাহতির খবর শুনে আমি ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি।’
এ বিষয়ে জানতে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম জানান, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করা সত্ত্বেও ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যার ছবি জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক ওই দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আগুন লাগায় জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেবরিশালের মুলাদীতে এক নববধূকে অপহরণ করে ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকা থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেসাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
২৫ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়ে
৩৩ মিনিট আগে