Ajker Patrika

মতলব উত্তরের মেঘনায় নৌযানে চাঁদাবাজির সময় আটক ৩

চাঁদপুর প্রতিনিধি
মতলব উত্তরের মেঘনায় নৌযানে চাঁদাবাজির সময় আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
মতলব উত্তরের মেঘনায় নৌযানে চাঁদাবাজির সময় আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। আজ রোববার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

চাঁদাবাজির সময় আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম ব্যাপারী (৩২), মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী ওরফে সুমন (৩০)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা ও ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত