Ajker Patrika

হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৪৮
হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী (৮৮) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আহমেদ উল্লাহ।

আহম্মেদ উল্লাহ বলেন, ‘হুজুর পেটে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’

চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আরও বলেন, ‘হুজুরের পিত্তথলিতে পাথর হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী তাঁর চিকিৎসা চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত