Ajker Patrika

করোনামুক্ত হওয়ার তিনদিন পর বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৫: ৫১
করোনামুক্ত হওয়ার তিনদিন পর বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) আর নেই। আজ শুক্রবার সকালে নগরের পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা যায়, গত ২৮ মার্চ মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত হয়। এরপর তাকে পাঁচলাইশের ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১৯ এপ্রিলের দিকে পুনরায় করোনা পরীক্ষা করলে রিপোর্টে নেগেটিভ আসে। ফলে চিকিৎসকের পরামর্শে বাসায় আনা হয় তাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় মো. সাহাবউদ্দিনকে পুনরায় ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, সহকারী কমান্ডার এ কে আলাউদ্দিন, সহকারী কমান্ডার নাছির উদ্দীন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মো. হারুন, সহকারী কমান্ডার বদিউজ্জামান, সহকারী কমান্ডার বোরহান।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের স্ত্রী শাহীন আরা বেগম এবং ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারাও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত