Ajker Patrika

রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ২০ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ২০ 

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণশ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইয়ের কাজে যায়। সেখানে কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙামাটি ফিরছিলেন।

ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে ওঠার সময় ঢালাইয়ের মেশিনসহ মিনিট্রাক প্রায় ১০০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য, কাউখালী থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এই প্রতিবেদন লেখার সময় অবধি নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত