Ajker Patrika

উপস্থাপক নাহিদ রেইনসের প্রতারণার ফিরিস্তি

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম) 
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
উপস্থাপক নাহিদ রেইনসের প্রতারণার ফিরিস্তি

ফেসবুক টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সাবেক তথ্য ও সম্প্রচারবিষয়ক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। নানা সমালোচনার পর তাঁর পদত্যাগপত্র জমার মাঝে ওই টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ রেইনসকে নিয়েও সারা দেশে আলোচনা হচ্ছে।

এই নাহিদের বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসদরে। নিজের ফেসবুক পেইজে লাইভে লাগামহীন ও আপত্তিকর বক্তব্য দিয়ে তীব্র রোষানলে পড়েন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতা-কর্মী’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানটির আগে ‘লাইভ রোস্টিং’ নামে অনুষ্ঠানটির প্রচার চালান নাহিদ। সেখানে দেওয়া বক্তব্য ও পরে নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দেওয়া ২ বছর আগের একটি অডিও ফাঁসের জেরে তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন ডা. মুরাদ। 

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ উঠছে, নাহিদ রেইনস ওই লাইভে প্রতিমন্ত্রীকে অশালীন মন্তব্য করার জন্য উসকানিমূলক প্রশ্ন করেছেন। আর এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা যতটুকু জেনেছি—নাহিদ রেইনস নামে ছেলেটির কাছে বোধ হয় একটি টিভি ক্যামেরা আছে। সে বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়কে উসকানিমূলক কথা বলেছে। তাঁর বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ রেইনস ওরফে মহিউদ্দিন হেলাল পটিয়া পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান সওদাগরের বাড়ির অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা এ টি এম আবুল কাশেমের ছেলে। তাঁরা দুই ভাই। নাহিদ রেইনসের বাবা এ টি এম আবুল কাশেম দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং চাচা নব্বই দশকের সময় চট্টগ্রামের ছোটপুল এলাকায় এক ছাত্রনেতাকে হত্যার দায় নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন। নাহিদ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গিয়ে সেখানে চুরির দায়ে বহিষ্কার হয়ে পড়াশোনা শেষ না করেই দেশে ফিরে আসেন। তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও নারীকে যৌন হয়রানির অভিযোগও রয়েছে।

গত ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতা-কর্মী’ শিরোনামে নাহিদের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হন ডা. মুরাদ হাসান। লাইভের একপর্যায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করার আমন্ত্রণ জানান নাহিদ। ওই সময় তাঁর অঙ্গভঙ্গি ও হাসি নিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে নানা ট্রল হচ্ছে। তাঁর শাস্তির দাবিও তুলেছেন অনেকে।

এদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাহিদ হেলালকে ‘প্রতারক ও অনুপ্রবেশকারী’ দাবি করে বলছেন, এক সময় জামায়াতের পক্ষে অনলাইনে প্রোপাগান্ডা চালানো এই নাহিদ হেলাল মূলত প্রতারণার অভিযোগ থেকে রক্ষা পেতেই আওয়ামী লীগকে ঢাল বানাতে চেয়েছেন। অতি উৎসাহী হয়ে তিনি একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে। আবার অন্য অংশের দাবি, নাহিদ হেলাল একাই নিজের পকেটের পয়সা খরচ করে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন প্রোপাগাণ্ডার জবাব দিয়ে আসছেন অনলাইনে।

নাহিদ রেইনস।

নাহিদ হেলাল বলেন, ‘আমার কোন অপরাধ নেই, জামাত-শিবির তো সবসময় প্রোপাগান্ডা করছে। আমি আওয়ামী লীগের লোক আমাকে এখন বানানো হচ্ছে জামাত-শিবির। যে যতোই অপচেষ্টা করুক আমাকে জামাত-শিবির বানাতে পারবেনা।’

এদিকে নাহিদ হেলাল ফেসবুক লাইভে এসে সেদিনের টকশোর ঘটনায় নিজেকে একেবারেই নির্দোষ দাবি করে বলছেন, মুরাদ হাসানের বক্তব্য নিয়ন্ত্রণের কোনো সুযোগই তাঁর ছিল না। সেসব বক্তব্যে তখনই বিব্রত হয়েছিলেন নাহিদ এবং তিনি তাঁর উপযুক্ত সাজাই পেয়েছেন।

একসময় অস্ট্রেলিয়া প্রবাসী নাহিদ হেলাল চট্টগ্রামের পটিয়া পৌরসভার বাসিন্দা। চট্টগ্রামের হালিশহরে কে-ব্লকের হাউজিং সোসাইটিতে তাঁর বাসা ও স্টুডিও। সেখান থেকেই বিভিন্ন সময় তিনি লাইভ করেন। নাহিদ এখনো তাঁর হালিশহরের বাসায়ই আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আলোচিত এই নাহিদ হেলালের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ রয়েছে বলে জানা যায়। এর মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী মিরাজ নাঈমের কাছ থেকে কয়েক বছর আগে বাংলাদেশি মুদ্রামানে নগদ ও চেকের মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অন্যতম। এ ঘটনায় নাহিদ গ্রেপ্তারও হয়েছিলেন। 

ওই মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ‘জীবনায়ন’ নামে একটা সিনেমার প্রযোজক বানানোর কথা বলে অস্ট্রেলিয়া প্রবাসী মিরাজ নাঈমের কাছ থেকে টাকা আদায় করেন নাহিদ। পরে সেই সিনেমা করা হয়নি, টাকাও ফেরত দিচ্ছিলেন না। সেই ঘটনায় নাহিদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেন মিরাজ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নাহিদের বিরুদ্ধে মামলা করেন। সে মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার তিন দিন পর জামিনে মুক্ত হন নাহিদ রেইনস।

নাহিদের স্টুডিওতাঁর বিরুদ্ধে এই ধরনের আরও প্রতারণার অভিযোগ রয়েছে জানিয়ে আওয়ামী লীগের পক্ষে দীর্ঘদিন অনলাইনে প্রচার চালিয়ে আসা চৌধুরী সাদিক জানান, নাহিদ একসময় ‘বাংলাদেশিজম’ নামে একটা মুভমেন্ট চালু করেছিল। শুরুর দিকে সেই বাংলাদেশিজম থেকেই আওয়ামী লীগ বিরোধী প্রোপাগান্ডা চালানো হতো। তবে তিনি নিজের টাইমলাইনে চুপচাপই ছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে মানুষকে প্রতারিত করার বিস্তর অভিযোগ ছিল। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘একসময় হঠাৎ কিছু নেতার সঙ্গে সখ্য বাড়িয়ে সে দেখলাম আওয়ামী লীগ বনে গেছে। মূলত, প্রতারণার বিষয়গুলো জায়েজ করতেই সে আওয়ামী লীগের ছায়ায় আসার চেষ্টা করেছে।’

এমনকি খোদ আওয়ামী লীগ নেতাদের পরিবারের সঙ্গেও প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসির বিন হোসেন গত সোমবার মুরাদ হাসান নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মধ্যেই ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ রেইনসকে ‘প্রফেশনাল প্রতারক’ আখ্যা দেন। ওই পোস্টে নাহিদ সম্পর্কে সামিউল লেখেন, ‘প্রতিমন্ত্রী ডা. মুরাদের সাথে লাইভে দাঁত ক্যালানো নাহিদ রেইন্স সম্পর্কে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। ২০১২ সালে কাওরানবাজারে আমার অফিসে এনে হাত পা বেধে পুলিশে তুলে দিয়েছিলাম এই বাটপারটাকে। ডকুমেন্টারি ফিল্ম বানানোর নাম করে আমার দুলাভাইয়ের টাকা মেরে পালিয়ে বেড়াচ্ছিলো দিনের পর দিন। জামিনে বের হয়ে ঢাকা শহরে এরপর পা রাখেনি পরের কয়েক বছর। নিজ দলের আরও অনেক হাই প্রোফাইল নেতার সাথে ইদানীং এই প্রফেশনাল প্রতারক নাহিদ রেইন্সের দাত ক্যালানো ছবি দেখি। বর্তমানে সে অনলাইনেরও অনেক বড় একজন মোটিভেশনাল স্পিকার। দেশ বিদেশে লাখ লাখ ফলোয়ার তার। আমি শুধু অবাক হয়ে একটা কথাই ভাবি, মানুষের রুচিবোধ কত নিচে নেমে গেছে এখন।’

টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে নাহিদ চ্যালেঞ্জ করে বলেন, ‘আমার কাছে কেউ যদি টাকা পায় তবে সে আইনের আশ্রয় নিতে পারে। আমি কারও কাছ থেকে কোন প্রলোভনে টাকা পয়সা নিইনি। আমি তো বাসায় আছি গোয়েন্দা সংস্থার লোক আমাকে খুঁজতে আসতেই পারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে উঠে আসা প্রতারনার অভিযোগসহ সার্বিক বিষয়ে জানতে নাহিদ হেলালের সঙ্গে অনেক চেষ্টার পরও যোগাযোগ করা যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। তাঁর বাসায়ও প্রবেশ করতে পারছেন না কেউ।

তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রসঙ্গে নাহিদ বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে যেসব নিউজ হচ্ছে এসব কিছু একটি মহল শাক দিয়ে মাছ ঢাকার জন্য করছে।’ তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন নাহিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হবিগঞ্জে বাস উল্টে খাদে পড়ে ১ জন নিহত, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি   
মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গভীর খাদে পড়ে যায় বাস। ছবি: আজকের পত্রিকা
মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গভীর খাদে পড়ে যায় বাস। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাস উল্টে খাদে পড়ে বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে ভোরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন বাদল। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়েন এবং বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে শিশুকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক

নোয়াখালী প্রতিনিধি
বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মখযানুল উলুম মাদ্রাসা। ছবি: সংগৃহীত
বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মখযানুল উলুম মাদ্রাসা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নে মাথায় টুপি পরাকে কেন্দ্র করে নাজিম উদ্দিন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু সায়েদকে (১৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মখযানুল উলুম মাদ্রাসায় ঘুমের মধ্যে ছুরি দিয়ে গলা কেটে নাজিমকে হত্যা করা হয়।

নিহত নাজিম উদ্দিন ওই উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্যার ছেলে।

পুলিশ জানায়, নাজিম ও সায়েদ ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। এর মধ্যে নাজিম ২২ পারা কোরআন মুখস্থ শেষ করে এবং সায়েদ ২৩ পারা শেষ করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরাকে কেন্দ্র করে নাজিম ও সায়েদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হুজুর দুজনের মধ্যে বিবাদ মীমাংসা করে দেন। কিন্তু সায়েদের মধ্যে রাগ থেকে যায়। তাই সে বাজার থেকে কিছুদিন আগে ৩০০ টাকা দিয়ে একটি নতুন ছুরি কিনে নিয়ে আসে এবং নাজিমকে হত্যার জন্য সুযোগ খুঁজতে থাকে। রোববার রাতে নাজিম ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে তার গলা কেটে তাকে হত্যা করে সায়েদ। গোঙানি শুনতে পেয়ে হুজুর ও অন্য ছাত্ররা জেগে যায়। পরে ছুরিসহ সায়েদকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু সায়েদকে আটক করে। সোমবার ক্রাইমসিনের প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মেট্রোরেল বন্ধের প্রভাব, সকাল থেকেই রাজধানীতে তীব্র যানজট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সকালে যানজটে অফিসগামী মানুষ বিপাকে পড়েন। ছবি: ফেসবুক
সকালে যানজটে অফিসগামী মানুষ বিপাকে পড়েন। ছবি: ফেসবুক

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনায় এক পথচারী নিহত ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ। এর মধ্যে আজ সোমবার সকাল থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) লাইন মেরামত শুরু করে। এর ফলে খেজুরবাগান থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক আংশিকভাবে বন্ধ হওয়ায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

গতকাল রোববার পথচারী নিহতের ঘটনার পর মেরামতের কাজ শুরু হলে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, সোনারগাঁও, রেইনবো, বিজয় সরণি, উড়োজাহাজ মোড় এবং আগারগাঁও এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। অফিস সময়ে এসব রাস্তায় যানজটের কারণে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন।

তেজগাঁও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, মেট্রোরেলের আংশিক বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রী বিভিন্ন ধরনের বিকল্প যানবাহনে রওনা হচ্ছেন। ফলে রাস্তায় গাড়ির চাপ বেড়ে যানজটের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া রেইনবো ক্রসিং এলাকায় একটি বড় লরি নষ্ট হয়ে পড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যান চলাচল ব্যাহত হয়।

অন্যদিকে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেক রোড এলাকায় হেঁটে, পিকআপ ও ট্রাকযোগে বিপুলসংখ্যক লোক সমাগম হওয়ায় ওই সড়কেও যানজটের সৃষ্টি হয়।

জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক তেজগাঁও বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে বিকল্প ডাইভারশন চালু করে। ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিরসনে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে বিভাগটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানী ফার্মগেটে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহতের পর বন্ধ থাকা মেট্রোরেল সেবা আজ সোমবার সকাল ১১টা থেকে পুনরায় চালু হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এখন নিরবচ্ছিন্নভাবে চলাচল করছে।

আজ ঢাকা ম্যাস টারজেট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল এক বিবৃতিতে জানায়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিয়ার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয় এবং দু’জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়।

তবে বিজয় সরণি থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশে মেরামত কাজ চলমান থাকায় গতকাল দুপুর থেকে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ সকালেই মেরামত কাজ শেষ হওয়ার পর পুরো রুটে সেবা স্বাভাবিক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত