Ajker Patrika

কাপ্তাই লেকে কচুরিপানা, নৌ-চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২৩: ১২
Thumbnail image

রাঙামাটির কাপ্তাই লেকের জেটিঘাটের পন্টুন সংলগ্ন এক কিলোমিটার এলাকায় কচুরিপানার জট বেঁধেছে। এতে চলাচলের দুর্ভোগ হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে কাপ্তাই-বিলাইছড়ি রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে।

নৌ-চলাচল বন্ধ থাকার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল সরকার। তিনি বলেন, ‘বন্ধ থাকার পরেও আজ বুধবার সকালে একটি ইঞ্জিনচালিত বোট জেটিঘাট থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে কচুরিপানার মধ্যে আটকে যায়। পরে গন্তব্যে যেতে না পেরে পন্টুনে ফিরে আসে বোটটি।’

আজ বিকেলে কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র আপস্ট্রিম জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে গিয়ে দেখা গেছে, ‘দেখলে মনে হয় কোনো কচুরিপানার ডোবা। যেখানে বসে নানা প্রজাতির পাখি খেলা করছে।’

কাপ্তাই জেটিঘাট এলাকার মাছচাষি মো. ইউনুস জানান, লাগাতার বৃষ্টিতে এক সপ্তাহ ধরে কাপ্তাই লেক ও এর আশপাশে জট বাঁধে কচুরিপানার। লেকের বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা এসে জেটিঘাট পন্টুন, কার্গো এলাকা, জেলেপাড়া, স’মিল, কাপ্তাই বাঁধ, শহীদ শামসুদ্দিনঘাটসহ জেটিঘাটের আশপাশের এলাকায় এসে জলজট সৃষ্টি হয়। যার ফলে কাপ্তাই-বিলাইছড়ি উপজেলায় নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। কোনো নৌ চলাচল করতে না পারায় সীমাহীন দুর্ভোগ পড়ছে সাধারণ মানুষ।

মৌসুমি ব্যবসায়ী কালাম ও কনা তনচংগ্যা বলেন, ‘বিশাল কচুরিপানার জটের ফলে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত ফসল কৃষকেরা বাজারে আনতে পারছেন না।’

কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউপির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘কচুরিপানা জটের ফলে এলাকার সর্বস্তরের লোকজনের ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে একটি পরিবার লেকে আটকে পড়ায় তাদের উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ রাখছি লেক থেকে কচুরিপানা অপসারণের জন্য। ইতিমধ্যে কাপ্তাই পানি-বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কিছু কচুরিপানা অপসারণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত