Ajker Patrika

লক্ষ্মীপুরে ৪৭৭ কেন্দ্রের মধ্যে ৪১২টি ঝুঁকিপূর্ণ, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৪৭৭ কেন্দ্রের মধ্যে ৪১২টি ঝুঁকিপূর্ণ, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা

লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে নির্বাচনে ৪৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভোটারদের। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চারটি সংসদীয় আসনে মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্বাচনের পরিবেশ না থাকায় কালো টাকার ছড়াছড়ির অভিযোগ এনে সদর আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন নির্বাচনের মাঠ থেকে সরে গেছেন বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি। 

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র হেভিয়েট প্রার্থী লক্ষ্মীপুর-৪ আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর-৩ (সদর আসন) এম এ সাত্তার ও লক্ষ্মীপুর-২ আসনের কাজী সেলিনা ইসলাম। 

অপরদিকে সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, বিশৃঙ্খলা করতে পুরোনো মামলার দাগি ও চিহ্নিত আসামি ও সন্ত্রাসীদের ভাড়া করেছে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চারটি সংসদীয় আসনে ২৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া স্ট্রাকিং ফোর্স হিসেবে ১ রেজিমেন্ট সেনাবাহিনী, ১৩ প্লাটুন বিজিবি, আটটি টহল র‍্যাব, ১ হাজার ৪০২ জন পুলিশ ও ৬ প্লটুন আনসার নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। 

এদিকে নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় নিয়মিত টহল দেবে সেনাবাহিনী। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের তিন দিন পর পর্যন্ত মাঠে থাকবে তাঁরা। ৪৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এই চারটি সংসদীয় আসনে মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৫৭১। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৭৭ হাজার ১৮৮ ও নারী ৭ লাখ ২৬ হাজার ৩৮৩ জন। 

জেলা পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো হুমকি-ধামকি দিয়ে লাভ হবে না। ভোট হবে শতভাগ স্বচ্ছ ও অবাধ। ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে সে, ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলছেন, ৪৭৭টি কেন্দ্রের মধ্যে ৪১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কাজ করছি। নির্বাচনী পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে যেন কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত