Ajker Patrika

অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৫: ৫৫
অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

ভারতীয় নাগরিক রামবিলাস চৌধুরীকে (৫৫) সাত বছর ও তাঁর স্ত্রী কলাবতী চৌধুরীকে (৪৫) ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর তাঁদের সঙ্গে অবৈধ অস্ত্র রাখার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রামবিলাস ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনির মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারি গ্রাম থেকে অস্ত্রসহ ওই দম্পতিকে আটক করে র‍্যাব। 

রবিউল ইসলাম আরও জানান, র‍্যাব তাঁদের আটকের পর তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র‍্যাব। পরে র‍্যাবের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভূঁইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত