চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসেন নামের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিভাগের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে প্রক্টরের কার্যালয় থেকে পুলিশে সোপর্দ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, সাজ্জাদ জুলাই অভ্যুত্থানে চবির ছাত্র হৃদয় তরুয়া হত্যার সঙ্গে জড়িত এবং গত ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত।
আটক সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, ‘সাজ্জাদ জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অনলাইনের মাধ্যমে নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছে। সে মাস্টার্সের ছয় নম্বর পরীক্ষা দিতে এসেছে, কীভাবে একজন অভিযুক্ত ইতিপূর্বে পাঁচটি পরীক্ষা দিয়েছে প্রশাসনের নিকট এটা আমাদের প্রশ্ন! আমরা এই হত্যাকারীর ছাত্রত্ব বাতিল চাই।’
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ কর্মী আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তরুয়া হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে।’
আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী বলেন, ‘আমরা তার ফোন চেক করে জানতে পারি যে সে এখনো চারটি ফেসবুক আইডি দিয়ে হুমকি এবং উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছে। হতে পারে চবিতে সম্প্রতি যে গুপ্ত হামলা হয়েছে, তার সঙ্গে এরাই জড়িত।’
জানতে চাইলে রাজনীতিবিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা না থাকায় আমরা তাঁকে পরীক্ষার সুযোগ করে দিই। আমরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে দিয়েছি। যে কেউ যেকোনো আদর্শ ধারণ করতে পারেন। আমাদের তাঁর বিরুদ্ধে লিখিত নির্দেশনা দিলে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম না।’
চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁকে (সাজ্জাদ) হস্তান্তর করেছি এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, ‘আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাঁকে আদালতে পাঠিয়ে দেব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসেন নামের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিভাগের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে প্রক্টরের কার্যালয় থেকে পুলিশে সোপর্দ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, সাজ্জাদ জুলাই অভ্যুত্থানে চবির ছাত্র হৃদয় তরুয়া হত্যার সঙ্গে জড়িত এবং গত ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত।
আটক সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, ‘সাজ্জাদ জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অনলাইনের মাধ্যমে নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছে। সে মাস্টার্সের ছয় নম্বর পরীক্ষা দিতে এসেছে, কীভাবে একজন অভিযুক্ত ইতিপূর্বে পাঁচটি পরীক্ষা দিয়েছে প্রশাসনের নিকট এটা আমাদের প্রশ্ন! আমরা এই হত্যাকারীর ছাত্রত্ব বাতিল চাই।’
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ কর্মী আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তরুয়া হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে।’
আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী বলেন, ‘আমরা তার ফোন চেক করে জানতে পারি যে সে এখনো চারটি ফেসবুক আইডি দিয়ে হুমকি এবং উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছে। হতে পারে চবিতে সম্প্রতি যে গুপ্ত হামলা হয়েছে, তার সঙ্গে এরাই জড়িত।’
জানতে চাইলে রাজনীতিবিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা না থাকায় আমরা তাঁকে পরীক্ষার সুযোগ করে দিই। আমরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে দিয়েছি। যে কেউ যেকোনো আদর্শ ধারণ করতে পারেন। আমাদের তাঁর বিরুদ্ধে লিখিত নির্দেশনা দিলে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম না।’
চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁকে (সাজ্জাদ) হস্তান্তর করেছি এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, ‘আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাঁকে আদালতে পাঠিয়ে দেব।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে