নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক যুবককে কাউন্সিলর কার্যালয়ে তুলে নিয়ে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। আর কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি হ্যারিয়ার গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরেছেন। সামনে ছিল তাঁর সমর্থক-নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউন।
গতকাল সোমবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কারা ফটক থেকে বেরোনোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হ্যারিয়ার জিপে চড়ে কাউন্সিলর টিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে রওনা দিচ্ছেন। এ সময় সেখানে অপেক্ষমাণ সমর্থক ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সামনে ২০-২৫টি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তাঁর নিজ বাসা কাপাসগোলা এলাকায় পৌঁছান।
গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব (৩৩) নামে একজনকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ওই যুবককে মারধর, জখম ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। ওই ঘটনায় পরদিন (৪ মার্চ) নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই যুবক।
গত ১৯ মার্চ ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে টিনুর পক্ষে তাঁর আইনজীবী আবারও জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিন জামিন পেয়ে বিকেলে তিনি কারামুক্তি পান।
তবে টিনুর পক্ষে সমর্থকেরা বলছেন, কাউন্সিলর টিনুর বিরুদ্ধে যে যুবক মামলা করেছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ও ফার্মেসিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই অপরাধে ধরার পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কাউন্সিলর নিজ কার্যালয়ে ডেকে পাঠান। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে উত্থাপন করে একটি চক্র সুবিধা নিয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতার জড়িত থাকার অভিযোগ করেন তাঁরা।
চট্টগ্রামে এক যুবককে কাউন্সিলর কার্যালয়ে তুলে নিয়ে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। আর কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি হ্যারিয়ার গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরেছেন। সামনে ছিল তাঁর সমর্থক-নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউন।
গতকাল সোমবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কারা ফটক থেকে বেরোনোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হ্যারিয়ার জিপে চড়ে কাউন্সিলর টিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে রওনা দিচ্ছেন। এ সময় সেখানে অপেক্ষমাণ সমর্থক ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সামনে ২০-২৫টি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তাঁর নিজ বাসা কাপাসগোলা এলাকায় পৌঁছান।
গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব (৩৩) নামে একজনকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ওই যুবককে মারধর, জখম ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। ওই ঘটনায় পরদিন (৪ মার্চ) নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই যুবক।
গত ১৯ মার্চ ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে টিনুর পক্ষে তাঁর আইনজীবী আবারও জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিন জামিন পেয়ে বিকেলে তিনি কারামুক্তি পান।
তবে টিনুর পক্ষে সমর্থকেরা বলছেন, কাউন্সিলর টিনুর বিরুদ্ধে যে যুবক মামলা করেছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ও ফার্মেসিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই অপরাধে ধরার পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কাউন্সিলর নিজ কার্যালয়ে ডেকে পাঠান। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে উত্থাপন করে একটি চক্র সুবিধা নিয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতার জড়িত থাকার অভিযোগ করেন তাঁরা।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে