নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক যুবককে কাউন্সিলর কার্যালয়ে তুলে নিয়ে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। আর কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি হ্যারিয়ার গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরেছেন। সামনে ছিল তাঁর সমর্থক-নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউন।
গতকাল সোমবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কারা ফটক থেকে বেরোনোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হ্যারিয়ার জিপে চড়ে কাউন্সিলর টিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে রওনা দিচ্ছেন। এ সময় সেখানে অপেক্ষমাণ সমর্থক ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সামনে ২০-২৫টি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তাঁর নিজ বাসা কাপাসগোলা এলাকায় পৌঁছান।
গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব (৩৩) নামে একজনকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ওই যুবককে মারধর, জখম ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। ওই ঘটনায় পরদিন (৪ মার্চ) নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই যুবক।
গত ১৯ মার্চ ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে টিনুর পক্ষে তাঁর আইনজীবী আবারও জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিন জামিন পেয়ে বিকেলে তিনি কারামুক্তি পান।
তবে টিনুর পক্ষে সমর্থকেরা বলছেন, কাউন্সিলর টিনুর বিরুদ্ধে যে যুবক মামলা করেছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ও ফার্মেসিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই অপরাধে ধরার পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কাউন্সিলর নিজ কার্যালয়ে ডেকে পাঠান। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে উত্থাপন করে একটি চক্র সুবিধা নিয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতার জড়িত থাকার অভিযোগ করেন তাঁরা।
চট্টগ্রামে এক যুবককে কাউন্সিলর কার্যালয়ে তুলে নিয়ে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। আর কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি হ্যারিয়ার গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরেছেন। সামনে ছিল তাঁর সমর্থক-নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউন।
গতকাল সোমবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কারা ফটক থেকে বেরোনোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হ্যারিয়ার জিপে চড়ে কাউন্সিলর টিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে রওনা দিচ্ছেন। এ সময় সেখানে অপেক্ষমাণ সমর্থক ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সামনে ২০-২৫টি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তাঁর নিজ বাসা কাপাসগোলা এলাকায় পৌঁছান।
গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব (৩৩) নামে একজনকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ওই যুবককে মারধর, জখম ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। ওই ঘটনায় পরদিন (৪ মার্চ) নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই যুবক।
গত ১৯ মার্চ ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে টিনুর পক্ষে তাঁর আইনজীবী আবারও জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিন জামিন পেয়ে বিকেলে তিনি কারামুক্তি পান।
তবে টিনুর পক্ষে সমর্থকেরা বলছেন, কাউন্সিলর টিনুর বিরুদ্ধে যে যুবক মামলা করেছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ও ফার্মেসিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই অপরাধে ধরার পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কাউন্সিলর নিজ কার্যালয়ে ডেকে পাঠান। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে উত্থাপন করে একটি চক্র সুবিধা নিয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতার জড়িত থাকার অভিযোগ করেন তাঁরা।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
২ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৮ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
১১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১৫ মিনিট আগে