Ajker Patrika

বিদ্যালয়ের ছাত্রাবাস বন্ধ, ফাঁকা শ্রেণিকক্ষ

সমির মল্লিক, খাগড়াছড়ি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২: ১৫
বিদ্যালয়ের ছাত্রাবাস বন্ধ, ফাঁকা শ্রেণিকক্ষ

দেড় বছরের বেশি সময় পর স্কুল খুললেও বন্ধ আছে খাগড়াছড়ির তিনটি প্রাথমিক আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাস। এতে শ্রেণি পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়ে ১০০ শিক্ষার্থী থাকলেও উপস্থিত হচ্ছে মাত্র ৮ থেকে ১০ জন। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাজীবন নিশ্চিত করতে দ্রুত আবাসিক ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকেরা। খাগড়াছড়ির তিনটি আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছে দুর্গম পাহাড়ের অন্তত ৩০০ শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, খাগড়াছড়ির দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য তিনটি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে সরকার। বাড়ি থেকে বিদ্যালয় দূরে হওয়ায় শিশুরা এসব আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকে পড়ালেখা করে। তবে করোনা শুরু হওয়ার পর থেকে বন্ধ আছে এসব ছাত্রাবাস। বিদ্যালয় খুললেও ছাত্রাবাস না খোলায় শ্রেণি পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে দুর্গম পাহাড়ের শিক্ষার্থীরা।

দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০০। এদের ৯০ শতাংশের বাড়ি জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে। ছাত্রাবাস বন্ধ থাকায় দুর্গম পাহাড়ের শিক্ষার্থীরা শ্রেণিপাঠ থেকে বঞ্চিত হচ্ছে। গত রোববার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কোনো কোনো শ্রেণিকক্ষে মাত্র ২-৩ জন শিক্ষার্থী ক্লাস করছে। একই অবস্থা মহালছড়ি ও গুইমারার আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ অবস্থায় দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন শিক্ষকেরা।

কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি দাশ জানান, তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ২৪ জন। অথচ আজ (রোববার) উপস্থিত রয়েছে মাত্র ৩ জন। বাকি শিক্ষার্থীরা দুর্গম এলাকায় থাকে। ছাত্রাবাস বন্ধ থাকায় তারা ক্লাস করতে পারছে না। বিদ্যালয়ের আরেক শিক্ষিকা নুরুন্নাহার জানান, ‘আমাদের এখানে সবাই দুর্গম এলাকার শিক্ষার্থী। ছাত্রাবাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। চতুর্থ শ্রেণিতে ৪১ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৮ জন উপস্থিত হয়েছে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগৎময় ত্রিপুরা রনি বলেন, ‘আমাদের এখানে ১০০ শিক্ষার্থী আবাসিক ছাত্রাবাসে থেকে পড়ালেখা করে। এরা সবাই দুর্গম এবং পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা। করোনার পর ছাত্রাবাস বন্ধ হয়ে গেলে তারা বাড়ি চলে যায়। এখন বিদ্যালয় খুললেও ছাত্রাবাস বন্ধ রয়েছে। তাই শিক্ষার্থীরা শ্রেণিপাঠ থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে বেশিদিন চললে এসব শিক্ষার্থী পিছিয়ে পড়বে।’বিদ্যালয় খোলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় আবাসিক শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদিপট চাকমা। তিনি বলেন, ‘বিদ্যালয়ের আশপাশে যেসব শিক্ষার্থীর বাড়ি তারা কেবল ক্লাস করছে। বেশিরভাগ শিক্ষার্থী সাজেকসহ বিভিন্ন দুর্গম এলাকার বাসিন্দা। ছাত্রাবাস বন্ধ থাকায় তারা ক্লাস করতে পারছে না। স্বাস্থ্যবিধি মানাসহ বিদ্যালয় খোলার সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করার জন্য দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়ার অনুরোধ করছি।’

জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি রক্ষায় এখনো ছাত্রাবাসগুলো বন্ধ রয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর আবাসিক বিদ্যালয় খুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত