Ajker Patrika

কক্সবাজারে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

প্রতিনিধি, কক্সবাজার
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামানকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সাব–রেজিস্ট্রার কার্যালয়ের তিনটি লকার থেকে ঘুষের ছয় লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২–এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ গ্রেপ্তার ও অর্থ উদ্ধার করা হয়।

অভিযানে অফিস মোহরার দূর্জয় কান্তি পালকেও গ্রেপ্তার করা হয়। তবে অফিস সহকারী শ্যামল বড়ুয়া কৌশলে অফিসের ছাদ থেকে লাফয়ে পালিয়ে গেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সাব–রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে জমি রেজিস্ট্রির সময় অবৈধ লেনদেনের ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাব–রেজিস্ট্রার নাহিদুজ্জামানের ব্যবহৃত রেকর্ড রুমের লকারের ড্রয়ার থেকে ১ লাখ ৯২ হাজার ৫৫০ টাকা, অফিস সহকারী শ্যামল বড়ুয়া ও অফিস মোহরার দুর্জয় কান্তি পালের ড্রয়ার থেকে যথাক্রমে ২ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা এবং ১ লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

তিনটি ড্রয়ার থেকে ঘুষ লেনদেনের হাতে লেখা ৪১টি স্লিপও জব্দ করা হয়েছে বলে জানান রিয়াজ উদ্দিন।  অফিসের আরো কয়েকজন কর্মচারি দুদকের নজরদারিতে থাকার কথা জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি সাব–রেজিস্ট্রার কার্যালয়ের বিরুদ্ধে ঘুষ ও কমিশন আদায়ের অভিযোগে দুদকের হটলাইন ১০৬- নম্বরে অভিযোগ দেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুর থেকে দুদকের একদল গোয়েন্দা সেবাগ্রহীতার ছদ্মবেশে অবস্থান করে প্রকাশ্যে ঘুষ লেনদেন দেখতে পান। সন্ধ্যা ৬টা থেকে অভিযান শুরু করে দুদক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, দুদকের অভিযানে গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

‘আমরা রিস্ক নিয়ে আওয়ামী লীগ ধরায়ে দেই, ক্রেডিট নেয় ওসি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত